রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বরিশালের সাবেক এমপি গোলাম কিবরিয়া আটক

বরিশাল ব্যুরো  

বরিশালের সাবেক এমপি গোলাম কিবরিয়া আটক

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।

জানান, গোলাম কিবরিয়া টিপুর বীর বাঘৈর এলাকায় নিজের একটি বাড়ি রয়েছে। সেখানে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিপুকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে আসে।

গোলাম কিবরিয়া টিপু জাতীয় পার্টি থেকে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

টিএইচ