শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বর্ষা মৌসুমে টমেটো চাষে কয়েকগুণ লাভ গুনছেন সুবর্ণচরের চাষিরা

নোয়াখালী প্রতিনিধি

বর্ষা মৌসুমে টমেটো চাষে কয়েকগুণ লাভ গুনছেন সুবর্ণচরের চাষিরা

রবি মৌসুমে প্রতি কেজি টমেটো ১০-১৫ টাকা হলেও গ্রীষ্ম বা বর্ষা মৌসুমে প্রতি কেজি টমেটোর দাম ১-২শ টাকা। এতে ১০-১৫ গুন লাভ গুনছেন চাষিরা। সরেজমিনে গিয়ে কৃষির অভয়রাণ্য নোয়াখালীর সুবর্ণরের কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা গেছে তাদের সফলতার কথা।

উপজেলার চরওয়াপদা ইউনিয়নের কৃষক নুর উদ্দিন জানিয়েছে, ৫ শতক জমিতে পলিসেড়ে টমেটো চাষ করেছেন তিনি। এতে তার খরচ হয়েছে ২০ হাজার টাকা। এমৌসুমে টমেটোর চাহিদা ও ভালো দাম পাওয়ায় ৬০ হাজার টাকার মতো টমেটো বিক্রি করেছেন তিনি। তার মতে, একই সেড়ে ২-৩ বছর ফসল ফলাতে পারবেন তিনি। এতে নতুন করে খরচা করতে হবে না তাকে।

চরক্লার্ক ইউনিয়নের টমেটো চাষি মো. ইসলাম মিয়া জানিয়েছেন, রবি মৌসুমে তিনি টমেটো চাষ করে ৫-১০ টাকায় বিক্রি করেছেন। এতে তিনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি অফিসের সহায়তায় এবার ৫ শতক জামিতে টমেটো চাষে ব্যাপক লাভবান হয়েছেন। প্রতিকেজি টমেটো পাইকারি দরে বিক্রি করেছেন ১-২শ টাকা পর্যন্ত। তাদের দেখাদেখিতে অনেকে আগ্রহী হচ্ছেন গ্রীষ্মকালীন টমেটো চাষে।

সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এখানকার কৃষিপণ্য বৃহত্তর নোয়াখালীর চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি হচ্ছে। রবি মৌসুমে ফসল উৎপাদনের পাশাপাশি গ্রীষ্মকালীন ফসলে তুলনামুলক বেশি লাভবান হচ্ছেন তারা। গ্রীষ্মকালীন টমেটো তেমনই একটা ফসল। তার  মতে, এবছর সুবর্ণচরে গ্রীষ্মকালিন টমেটো আবাদ হয়েছে ৮ হেক্টর জমিতে। তিনি আরও বলেন, আগামীতে এর দ্বীগুন হবার সম্ভাবনা রয়েছে। 

টিএইচ