রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বশেমুরকৃবিতে বীজ প্রযুক্তি বিষয়ক পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্সের প্রশিক্ষণ শুরু

গাজীপুর প্রতিনিধি

বশেমুরকৃবিতে বীজ প্রযুক্তি বিষয়ক পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্সের প্রশিক্ষণ শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ভবনে কৃষির মৌলিক উপকরণ ভালো বীজ উৎপাদন, সংরক্ষণ, ও বিপনন বিষয়ে বীজ প্রযুক্তির উপর ৩ মাসব্যাপী পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (১৬ এপ্রিল) সম্পন্ন হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের পরিচালক  প্রফেসর ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া বক্তব্যে রাখেন। 

তিনি বলেন, গুণগতমানের বীজ খাদ্য উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বপরিস্থিতি বিবেচনায় খাদ্যঘাটতি মোতাবেলায় বাংলাদেশকে গুণগতমানের বীজ উৎপাদন, সংরক্ষণ ও কৃষকের মধ্যে ছড়িয়ে দিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বিএডিসির সদস্য পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম ডাইরেক্টর পার্টনার ড. এ.কে.এম. মিজানুর রহমান, কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. এম. ময়নুল হক, সহযোগী কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে আগত ৩০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

টিএইচ