রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বহিষ্কৃত বিএনপি নেতা আখতারুজ্জামানের মনোনয়ন বাতিল

কিশোরগঞ্জ প্রতিনিধি 

বহিষ্কৃত বিএনপি নেতা আখতারুজ্জামানের মনোনয়ন বাতিল

বিএনপির বহিষ্কৃত নেতা কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া)আসনের স্বতন্ত্রপ্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। 

রোববার (৩ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ তার মনোনয়ন বাতিল করেন। তিনি জানান, হলফনামায় মামলার তথ্য ও ব্যাংক ঋণের তথ্য গোপন করায় আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ বিষয়ে মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান রঞ্জন জানান, আমি সরকারের সঙ্গে আঁতাত করিনি। সরকারি হালুয়া রুটির জন্য প্রার্থী হইনি সেটি আজ প্রমাণিত হয়েছে। বিস্তারিত দেখে আপিল করবো কিনা জানাবো।

এছাড়া কিশোরগঞ্জ-২ আসনে হলফনামায় মামলার তথ্য গোপন করায় গণতন্ত্রী পার্টির প্রার্থী আশরাফ আলী ও তৃণমূল বিএনপির প্রার্থী আহসান উল্লাহর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ আসনে মো. আব্দুল কাহার আকন্দ (আ.লীগ), মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম (গণফ্রন্ট), অ্যাড. মো. সোহরাব উদ্দিন (স্বতন্ত্র), আলেয়া (এনপিপি) ও মো. বিল্লাল হোসেন (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট) নির্বাচনে অংশ নিবেন।

টিএইচ