সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বাংলাদেশকে শেখ হাসিনা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন : এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি 

বাংলাদেশকে শেখ হাসিনা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন : এমপি শাওন

ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, এক সময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশকে আজ প্রধানন্ত্রী শেখ হাসিনা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। কৃষকদের জন্য বিনামূল্যে সার বীজ বরাদ্দ বৃদ্ধি করেছেন। আর বিএনপি ক্ষমতা থাকাকালে কৃষকরা সার নিতে গেলে গুলি করে মারা হয়েছে। 

আ.লীগ সরকার কৃষিবান্ধব সরকার বলে সবসময় কৃষকদের পাশে আছে। সোমবার (২৯ এপ্রিল) লালমোহন উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ৭ হাজার ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে খরিপ-১ মৌসুমে আউস ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধনকালে তিনি একথা বলেন। এর আগে তিনি সকল কৃষকদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় রেজিস্ট্রেশন করার জন্য উদ্বুদ্ধ করেন।  

উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু হাসনাইন, সহকারি কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম হাওলাদারসহ আরো অনেকে।

টিএইচ