সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

পঞ্চগড় প্রতিনিধি

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ব্যাংক বন্ধের ফলে পণ্যের শুল্ক পরিশোধ করতে না পারায় ও পরবর্তীতে শেখ হাসিনার পদত্যাগের ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে দুদিন বন্ধের পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বুধবার (৭ আগস্ট) ভারত থেকে আমদানি করা পাথরবোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে মধ্যে আমদানি-রপ্তানি চালু হয়। বিষয়টি জানান, বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।

আবুল কালাম আজাদ বলেন, বুধবার (৭ আগস্ট) সকাল থেকে ভারত থেকে আমদানি করা পাথরবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি- রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। সেইসঙ্গে বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে। 

এর আগে গত ৫ আগস্ট সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণা করায় ব্যাংক বন্ধ থাকায় আমদানি করা পণ্যের শুল্ক পরিশোধ করতে না পারায় বন্দর থেকে পণ্য ছাড় নিতে পারেননি আমদানিকারকরা। তবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী বলেন, বর্তমানে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

টিএইচ