বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বাকিতে সিগারেট না দেয়ায় দোকানিকে খুন

সুনামগঞ্জ প্রতিনিধি

বাকিতে সিগারেট না দেয়ায় দোকানিকে খুন

সুনামগঞ্জর তাহিরপুরে বাকিতে সিগারেট না দেয়ায় এমরান মিয়া নামে এক মুদি দোকানিকে ধারালো দা দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক করা হয়েছে ঘাতক লিটন মিয়াকে। 

শুক্রবার (২১ জুন) উপজেলার তাহিরপুর-বাদাঘাট সড়কের পাশে হোসনারঘাট গ্রামে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এমরান ওই গ্রামের সাজিদ মিয়ার ছেলে। ওই হত্যাকাণ্ডের অভিযোগে উপজেলার হোসনারঘাট গ্রামের বিল্লাল মিয়ার ছেলে লিটন মিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার হোসনারঘাট এলাকায় বসতঘরের ভেতর থাকা ছোট কামড়ায় মুদির ব্যবসা করতেন এমরান মিয়া। একই গ্রামের লিটন মিয়া অনেকদিন থেকে ওই দোকান থেকে বাকিতে সিগারেটসহ নানা পণ্য সামগ্রী ক্রয় করেও বকেয়া পরিশোধে গড়িমসি করে আসছিলেন। 

বকেয়া টাকা পরিশোধ না করেই ফের গতকাল শুক্রবার ওই মুদি দোকান থেকে বাকিতে সিগারেট নিতে যান লিটন। এমরান বাকিতে সিগারেট না দেয়ায় প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে নিজ বাড়ি থেকে ধারালো দা নিয়ে এসে লিটন দোকানের ভেতরই কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এমরানের।

হত্যকাণ্ডের পর ভারতে পালিয়ে যাওয়ার পথে খবর পেয়ে বাদাঘাট ফাঁড়ির পুলিশ ঘাতক লিটনকে আটক করেন।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যকাণ্ডের বিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

টিএইচ