সোমবার, ১০ মার্চ, ২০২৫
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
The Daily Post

বাকেরগঞ্জে ছাত্রদল নেতার হাত-পায়ের রগ কাটলো বিএনপি নেতা, গ্রেপ্তার দাবি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 

বাকেরগঞ্জে ছাত্রদল নেতার হাত-পায়ের রগ কাটলো বিএনপি নেতা, গ্রেপ্তার দাবি

বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. আসাদুল্লাহ খানের হাত পায়ের রগ কাটলো বিএনপি নেতা শাহীন ফরাজী ও রাজিব ফরাজীসহ সন্ত্রাসীরা।

এ হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে রোববার (০৯ মার্চ) বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাকেরগঞ্জ উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে গত শনিবার রাতে উপজেলার নিয়ামতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. আসাদুল্লা খানকে কুপিয়ে আহত ও হাত পায়ের রগ কর্তনের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব মোঃ কবির খান, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আলাল হাওলাদার, সদস্য সচিব জসিম হাওলাদার, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক গাজী সাইফুল জোনায়েদ, কায়েস রহমান, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হাফিজুল খান, জুয়েল হাওলাদার, সিহাব তালুকদার, রনি হাওলাদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।

এসময় বক্তারা প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসাদুল্লাহ ওপর হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেয়। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের করবে বলে হুমকি দেয়।

টিএইচ