মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বাকেরগঞ্জে পুলিশের উপর হামলা মামলায় দুই নারী গ্রেপ্তার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 

বাকেরগঞ্জে পুলিশের উপর হামলা মামলায় দুই নারী গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জে থানা পুলিশের উপর হামলা এবং পিটিয়ে পুলিশের একাধিক কর্মকর্তাকে আহত করার ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, আয়েশা বেগম ও কহিনূর বেগম। 

গত শুক্রবার বাকেরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের বাকেরগঞ্জ বন্দরের নিজ বাসা থেকে আয়েশা বেগম ও পৌরসভার ৪নং ওয়ার্ডের সাহেবগঞ্জ এলাকার নিজ নিজ বাসা থেকে কহিনূর বেগমকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ৮মে প্রথম ধাপের উপজেলা নির্বাচন চলাকালীন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম নির্বাচনি ফলাফল ঘোষণা শেষে উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার পথে পরাজিত তালা প্রতীকের ভাইস-চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম ডাকুয়ার সমর্থকরা তার ওপর হামলা করে। 

ওই সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই মো. ফারুক আলম তাকে রক্ষা করতে গেলে পুলিশের উপর হামলা চালিয়ে এএসআই আরিফসহ কয়েকজনকে মারধর আহত করে। এ ঘটনায় ৯ মে পুলিশের এসআই মো. ফারুক আলম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮০-৯০ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা নং-১৪। 

গ্রেপ্তারকৃত কহিনূর বেগমের কণ্যা ইসরাত জাহান অভিযোগ করে বলেন, তার মা পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত ছিল না। নির্বাচনের পরে তার মা কহিনূর বেগম সাংবাদিকদের সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে ভোট কারচুপি হয়েছে বলে বক্তব্য দিলে এ ঘটনার জের ধরে ষড়যন্ত্রমূলকভাবে পুলিশের হামলা মামলায় তাকে গ্রেপ্তার করেন।

টিএইচ