বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বাগমারার সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি 

বাগমারার সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

রাজশাহীর বাগমারার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর হাজিপাড়া গ্রামের এক এনজিও কর্মী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) রাজশাহীর নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এনজিও কর্মীর নাম জিল্লুর রহমান(৩০)। তিনি শ্রীপুর হাজিপাড়া গ্রামের মোকসেদ আলীর ছেলে। 

পরিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১১ সেপ্টেম্বর) জিল্লুর রহমান গ্রামের বাড়ি থেকে রাজশাহীর একটি ক্লিনিকে তার অসুস্থ স্ত্রী দেখতে রওনা হন। তিনি তার ব্যবহূত মোটরসাইকেল নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। 

সকাল জিল্লুর রহমান রাজশাহীর নঁওদাপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুত গতির ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেলসহ ছিটকে রাস্তার পাশে পড়ে যান। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

টিএইচ