সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বাগমারায় স্বামীর হাতে স্ত্রী খুন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি 

বাগমারায় স্বামীর হাতে স্ত্রী খুন

রাজশাহীর বাগমারায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। নিহতের নাম ঝরনা আক্তার লিপি। তিনি উপজেলার গণিপুর ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে রুবেল হোসেনের স্ত্রী। 

গত রোববার দিবাগত রাতে স্বামী রুবেল হোসেন স্ত্রী ঝরনা আক্তার লিপিকে লোহার শাবল দিয়ে খুচিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 

সোমবার (২৯ জানুয়ারি) রাজশাহীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) এরশাদ আলী ঘটনারস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানার মামলার প্রস্ত্তুতি চলছে বলে জানিয়েছেন বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার। 

বাগমারা থানার পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাত বছর পূর্বে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বজরুখকৌড় গ্রামের আলীমুদ্দিনের কন্যার সঙ্গে বাগমারা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে রুবেল হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। 

বেশ কিছুদিন পূর্ব থেকে রুবেল তার স্ত্রী ঝরনা আক্তারকে নানা ওজুহাতে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করে আসছিল। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে গত দুই সপ্তাহ পূর্বে ঝরনা আক্তার লিপি তার বাবার বাড়ি বজরুখকৌড় গ্রামে চলে যান। পরে স্বামীসহ তার প্রতিবেশীরা আর নির্যাতন করবেনা মর্মে প্রতিশ্রুতি দিয়ে আবারো স্বামীর বাড়িতে নিয়ে আসেন।

গত রোববার গভীর রাতে স্বামী রুবেল হোসেন স্ত্রী ঝরনা আক্তার লিপিকে লোহার শাবল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে খুচিয়ে রক্তাক্ত করে। এক পর্যায়ে স্ত্রী ঝরনার চিৎকারে প্রতিবেশী এগিয়ে আসলে রুবেল হোসেন পালিয়ে যান। স্থানীয় লোকজন ঝরনা আক্তারকে উদ্ধার করে স্থানীয় বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে বাগমারা থানার পুলিশ দ্রুত হাসপাতালে ছুটে যান এবং নিহত ঝরনা আক্তার লিপির লাশটি উদ্ধার করে সুরুত রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, মামলার প্রস্তুতি চলছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। 

টিএইচ