রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বাগাতিপাড়ায় কৃষকের মরদেহ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়ায় কৃষকের মরদেহ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়ার ৪২ ঘণ্টা পর মতলেব হোসেন (৬৭) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (৩০ আগস্ট) উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর এলাকার বড়াল নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। মতলেব হোসেন উপজেলার সালাইনগর পূর্বপাড়া গ্রামের মৃত আতাহার প্রামানিকের ছেলে ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মতলেব গত বুধবার বাজার করার একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বড়াল নদী নৌকায় করে পার হয়ে পাশের জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজারে যান। এরপর সন্ধ্যার আগে বাজার থেকে বাড়ি ফেরার পথে সালাইনগর জিয়ার ঘাট দিয়ে নৌকায় নদী পার হওয়ার পর নিখোঁজ হন। 

পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাননি। পরে শুক্রবার (৩০ আগস্ট) ওই ঘাটের অদূরে নদীর তীরে ঝোপের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নেয়। 

এর আগে মতলেবের পরিবারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার রাতে তার নিখোঁজের বিষয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরিবারের ধারনা, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে মতলেব হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স ও পুলিশ অফিসার নিয়ে ঘটনাস্থলে যান বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান।

এ ঘটনায় মডেল থানার ওসি নান্নু খান জানান, খবর পেয়ে তারা এসে কৃষক মতলেবের লাশের প্রাথমিক সুরাতহাল প্রতিবেদন তৈরি করেন। সুরাতহালে তার শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। 

টিএইচ