বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বাগাতিপাড়ায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়ায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় শিক্ষা পদক ২০২৪ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও ক্লাব শিক্ষক নির্বাচিত করা হয়েছে। জাতীয় শিক্ষা পদক উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের নির্বাচিত করেছেন উপজেলা বাছাই কমিটি। উপজেলা শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম বিষয়টি জানিয়েছেন।

জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার নীলিমা রানী সূত্রধর। 

উপজেলা পর্যায়ের সহকারী শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বজলারুজ্জামা এবং সরকারি শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন পাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঈশিতা রায়। 

এছাড়াও কালিকাপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির শ্রেষ্ঠ ক্লাব শিক্ষক নির্বাচিত হয়েছেন। এবারে বাগাতিপাড়া উপজেলার শ্রেষ্ঠ সরকারের প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে গালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা পর্যায়ে প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহকারী শিক্ষক-শিক্ষিকারা যারা নির্বাচিত হয়েছেন তারা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

টিএইচ