রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওসমান নামে ৩০ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতাকল বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের কাঁকফো মসজিদের সামনে আমিরুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওসমান নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের লোটাবাড়িয়া গ্রামের আলীর ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক (রাজ মিস্ত্রি) ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ওসমান বাগাতিপাড়ার কাঁকফো গ্রামের আমিরুল ইসলামের বাড়িতে রাজ মিস্ত্রির কাজ করতে যান। কাজ করতে করতে খুব গরম অনুভূত হলে ওই বাড়ির একটি ছোট টেবিল ফ্যান হাতে নিয়ে শরীরে ও মুখে বাতাস অনুভব করছিলেন। 

হঠাৎ তিনি ওই বৈদ্যুতিক ফ্যানে বিদ্যুৎস্পৃষ্ট মাটিতে লুটিয়ে পরেন। এ সময় তার সহযোগী ও ওই বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল ও নিহতের বাড়িতে যায় বাগাতিপাড়া থানা পুলিশ। 

বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান জানান, ঘটনার খবর পেয়েই তিনিসহ সঙ্গীয় পুলিশ অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ওসমানের পরিবার বা অন্য কারও কোন অভিযোগ না থাকায় মরদেহটির সুরাৎহাল প্রতিবেদন তৈরি করে দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি নান্নু খান।

টিএইচ