সোমবার, ১০ মার্চ, ২০২৫
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
The Daily Post

বাঘাইছড়ি সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জামায়াতের আর্থিক সহায়তা

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

বাঘাইছড়ি সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জামায়াতের আর্থিক সহায়তা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৩৭নং সাজেক ইউনিয়নের সাজেক পর্যটন কেন্দ্র আকস্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লুসাই ও ত্রিপুরা ৪৪ পরিবারের মধ্যে জামায়াত ইসলামির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার (৭ মার্চ) সাজেক পর্যটন কেন্দ্র রুই লুই পাড়ায় বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আয়োজনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে নগদ তিন হাজার ও ৪ পরিবারকে দুই হাজার টাকা করে প্রদান করা হয়।

এতে বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবদুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও রাঙ্গামাটি জেলা জামায়াতে আমির অধ্যাপক আবদুল আলীম।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙ্গামাটি আসনের জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাড. মোখতার আহম্মদ, খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, রাঙ্গামাটি পৌর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাড. রহমতুল্লাহ, উপজেলা প্রচার সম্পাদক সরদার মো. আবদুর রহিমসহ সংগঠনের অন্য নেতারা।

এসময় অতিথিরা অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেয় এবং তাদেরকে বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে নিজেদের সাধ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার চেষ্টা করে জামায়াতে ইসলামী, ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

টিএইচ