শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অর্থ বিতরণ

ইব্রাহীম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) 

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অর্থ বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি শাখার পক্ষ থেকে বহুমুখী নগদ অর্থ বিতরণ। রোববার (১২ নভেম্বর)বাঘাইছড়ি উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এক জনসমাবেশে এ অর্থ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের এমপি দীপংকর তালুকদার।

বাঘাইছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য গিয়াস উদ্দিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা। 

বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রেড ক্রিসেট সোসাইটি রাঙামাটি শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা, বাঘাইছড়ি পৌরমেয়র জমির হোসেন, বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহাম্মদ প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতেই দীপংকর তালুকদার এমপি বাঘাইছড়ি পৌরসভার ১১ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৪৩০ টাকা ব্যয়ে মোট ১১ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, একসময় রাঙ্গামাটি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির দায়িত্ব নিতো তারা জানতো না তাদের কাজ কি বর্তমানে আ.লীগ সরকারের আমলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সম্পাদক ও সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রীর ভিশন বাস্তনায়নে এগিয়ে যাচ্ছে। 

রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ৭৫০ জন ক্ষতিগ্রস্তের মাঝে প্রতিজন ৬০০০ টাকা করে মোট ৪৫ লাখ টাকা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ২০০ টি পাটি, ১০০ টি বালতি, ৫০টি জারিকিন, ২০টি তেরপাল বিতরণ করা হয়। বাঘাইছড়ি পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৭২ টি ডাস্টবিন এবং বাঘাইছড়ি কৃষি সমপ্রসারণ অধিদপ্তর কতৃক ৫০ জন কৃষকদের মাঝে বীজ, সারসহ কৃষি পণ্য বিতরণ করা হয়।

টিএইচ