রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রাখতে ভেড়ামারা পৌরসভার মেইন রোডস্থ বিভিন্ন ফলের দোকান ও রেলবাজারের বিভিন্ন দোকানে মনিটরিং করা হয়েছে। এ সময় ৭টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) ভেড়ামারা ইউএনও রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. ফয়সাল হকের কৃষি বিপণনকে ২ হাজার, মো. জাহিদুলকে ৫ হাজার, মো. সাইদুল ইসলামকে ৩ হাজার, মো. শ্যামলকে ১০ হাজার, মো. ইমদাদুল হক বিশ্বাসকে ২ হাজার, মো. সোহেল রানাকে ২ হাজার, মো. জাকির হোসেনকে ১ হাজার হাজার টাকা জরিমানা করেন। এ সময় স্ব-স্ব দোকান বা প্রতিষ্ঠানের মালিকরা উপস্থিত ছিলেন, তারা তাদের দোষ স্বীকার করেন এবং বলেন ভবিষ্যতে তারা তাদের ভুলগুলো ঠিক করে নেবেন।
এসময় মো. জাকির হোসেনের দোকান হতে প্রায় ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এবং সেগুলো ইউএনও রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে বিনষ্ট করা হয়।
ইউএনও রফিকুল ইসলাম বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, যানজট নিয়ন্ত্রণ ও ফুটপাত পরিদর্শন করা হয়। এসময় দ্রব্যের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক আইনসহ চারটি আইনে ৭টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে।
টিএইচ