বান্দরবানের রুমা উপজেলার ছিলোপি পাড়া এলাকায় কেএনএফ এর আইইডি বিস্ফোরণে সেনাবাহিনীর এক সৈনিক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত সৈনিক তোজাম খান রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের জাগির বাগলি গ্রামের মো. লুকমান মাস্টারের ছেলে।
কেএনএফ এর প্রশিক্ষণ ক্যাম্প এলাকার আশে পাশে বসবাসরত স্থানীয় বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে তাদের নিরাপত্তার স্বার্থে রুমা সেনা জোনের একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করে। কেএনএফ প্রশিক্ষণ ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী দলটি পালিয়ে যায়।
তবে আনুমানিক ৯টা ২০ মিনিটে সেনা টহল দলটি সন্ত্রাসী কর্তৃক বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা আইইডি (ইমেপ্রাভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে পতিত হয়। বিস্ফোরণে আহত ১ জন সেনা সদস্যকে আশংকাজনক অবস্থায় হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈনিক তুজাম (বয়স-৩০ বছর) মৃত্যুবরণ করেন। এই সংবাদে রাজবাড়ীর পাংশায় নিহত সেনা সদস্য তুজাম খানের বাড়িতে চলছে শোকের মাতম।
শুক্রবার (২জুন) একটি হেলিকপ্টারে করে নিহত সেনা সদস্যদের মরদেহ আনা হয়। পরে সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় নিহতের নিজ বাড়িতে। সেখানে গার্ড অফ অনার শেষে দাফন সম্পন্ন করা হয়। গার্ড অব অনার প্রদান করেন যশোর ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন মাহফুজ রহমানসহ অন্য অতিথিরা।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক যুক আগে সৈনিক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। তার স্ত্রী ও তিন বছরের জমজ দুটি কন্যা সন্তান রয়েছে।
টিএইচ