রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বামনায় স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন

বামনা (বরগুনা) প্রতিনিধি 

বামনায় স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন

বরগুনার বামনা উপজেলার অযোধ্যা গ্রামের দশম শ্রেণির স্কুলছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করার ঘটনা ঘটেছে। এঘটনায় অভিযুক্ত আল আমীন (৩০) ও তার স্ত্রীর তাজেনুর বেগমের (২৩) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠি ও শিক্ষকরা। 

মঙ্গলবার (২২ আগস্ট) বামনা খোলপটুয়া সড়কের খোলপটুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। 

মানববন্ধনে অভিযুক্ত ও তার স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য দেন, রামনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার, প্রধান শিক্ষক কামাল হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি নুর-ই আলম হাওলাদার, সহপাঠি সোনিয়া আক্তারসহ ওই ভুক্তভোগীর সহপাঠী ও শিক্ষকরা। 

টিএইচ