শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

বামনায় সড়ক দুর্ঘটনায় এনএসআই সদস্য নিহত

বামনা (বরগুনা) প্রতিনিধি

বামনায় সড়ক দুর্ঘটনায় এনএসআই সদস্য নিহত

বরগুনার বামনা উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের তথ্য সংগ্রহ করতে আসার পথে বামনা-পাথরঘাটা মহাসড়কের বামনা ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বরগুনা জেলার এনএসআই সদস্য জয় দে (২৭) নিহত হন। 

এ সময় তার সঙ্গে থাকা অপর আরোহী এনএসআই সদস্য মেহেদী হাসান (২৬) গুরুতর আহত হন। নিহত জয় দে’র বাড়ি চট্টগ্রাম বিভাগে। শনিবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বামনা থানা পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে।

এদিকে গত বছরের ১২ নভেম্বর বরগুনা জেলার এনএসআইর সহকারী পরিচালক আল-আমিন হোসেন তালতলী উপজেলায় দায়িত্ব পালনরত অবস্থায়  ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছিলেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেসার্স আল-আমিন এন্টারপ্রাইজ নামে বরিশাল মেট্রো ড ১১-০০৯৯ নম্বরের একটি ট্রাক বেপরোয়া গতিতে একটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বরগুনা থেকে আসা এনএসআই সদস্য জয় দে সড়কের বাম পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে বামনায় যাচ্ছিলেন। 

ট্রাকটির বেপরোয়া গতি থাকায় ওভারটেক করার সময় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায়। স্থানীয়রা দুই এনএসআই সদস্যকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয় দে’কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মেহেদী হাসানকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বামনা থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে। চালককে আটকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। 

টিএইচ