রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বামনায় সড়ক দুর্ঘটনায় প্রভাষক নিহত

বামনা (বরগুনা) প্রতিনিধি

বামনায় সড়ক দুর্ঘটনায় প্রভাষক নিহত

বরগুনার বামনায় মিজান পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সুব্রত হাওলাদার (৩৫) নামে এক প্রভাষক নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) উপজেলার বামনা-পাথরঘাটা মহাসড়কের চালিতাবুনিয়ার জরিনার বাজার এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

মিজান পরিবহনের বাসটি নিয়ন্ত্রণহীন ভাবে চালাতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। সুব্রত হাওলাদার বামনা ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক ছিলেন। কলেজ শেষে নিজস্ব মটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। সে মঠবাড়ীয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের হারজী গ্রামের সুরেশ হাওলাদারের ছেলে। 

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নিহত সুব্রত হাওলাদার কলেজ শেষে নিজস্ব মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বামনা-পাথরঘাটা মহাসড়কের চালিতাবুনিয়ার জরিনার বাজার এলাকার পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতির মিজান পরিবহনের একটি বাস এসে মোটরসাইকেলটি চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

টিএইচ