রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বারহাট্টায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

বারহাট্টায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। এতে গুরুতর  আহত হয়ে অপর তরুণ ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার জিরো পয়েন্টের মোড় এলাকায় নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম অসিম সরকার (১৮)। তিনি বারাহাট্টা উপজেলার সদর ইউনিয়নের গড়মা গ্রামের সুবল সরকারের ছেলে। আহত তরুণ হলেন রেহান মিয়া (১৪)। সে আসমা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে অসিম তার বন্ধু রেহানকে আসমা বাজারে দিয়ে আসতে গিয়েছিল। জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী  ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। 

এ সময় দুজনই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এতে মোটরসাইকেলে থাকা দুইজনই গুরুতর আহত হন। পুলিশ ও আশপাশের লোকজন গুরুতর আহত দুইজনকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অসিম সরকারকে মৃত ঘোষণা করে এবং রেহানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা বলেন, ঘটনার পর ট্রাক ও ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচ