রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বারহাট্টায় বিনামূল্যে এলএসডি রোগের টিকা প্রদান

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

বারহাট্টায় বিনামূল্যে এলএসডি রোগের টিকা প্রদান

নেত্রকোনা বারহাট্টায় অ্যাসোসিয়েশন ফর সোস্যাল প্রগ্রেসের পক্ষ থেকে  (এএসপি) বিনামূল্যে ১২০টি গরুকে লাম্পি স্কিন ডিজিজ ও ৭০টি ছাগল কে পিপিআর এর টিকা প্রদান করা হয়েছে। 

বুধবার (০৫ জুন) আসমা ইউনিয়নের কৈলাটি প্রাইমারি স্কুলের মাঠে বারহাট্টা ইউএনও ফারজানা আক্তার ববি প্রধান অতিথি হিসেবে টিকাদান কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন। 

এতে  বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শিহাব উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এএসএম গোলাম হোসাইন, বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, এএসপি এর চেয়ারম্যান আরিফুল ইসলাম সুমন ও এই প্রতিষ্ঠানের পরিচালক শামীম আহমেদ প্রমুখ। 

ক্রমান্বয়ে বাকী ৬টি ইউনিয়নেও বিনামূল্যে টিকাদান কার্যক্রম চলবে বলে জানিয়েছে এএসপির চেয়ারম্যান আরিফুল ইসলাম সুমন।

টিএইচ