বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বারহাট্টায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

বারহাট্টায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় হাইব্রিড সমলয় চাষাবাদের আওতায় ‘রাইস ট্রান্সপ্লান্টার’ বা চারা রোপণের যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) উপজেলার রামজীবনপুর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় বোরো হাইব্রিড ধান চাষে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ৫০ জন কৃষকের ৫০ একর জমিতে চারা রোপণের উদ্বোধন করা হয়।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববির সভাপতিত্বে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম।

উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, ‘রাইস ট্রান্সপ্লান্টার’ বা চারা রোপণের যন্ত্র দিনে এক ঘণ্টায় ৩০জন কৃষকের সারা দিনের কাজ শেষ করা যাবে। প্রতিদিন গড়ে ৫/৬ একর জমিতে চাষাবাদ করা যাবে এতে কৃষকের সময় ও শ্রম সাশ্রয় হবে, কৃষি উৎপাদনও বেশি হবে।

টিএইচ