বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘বারি সরিষা ১৮’ আবিষ্কার করেছেন কৃষি গবেষণা ইনস্টিটিউট

বরিশাল ব্যুরো  

‘বারি সরিষা ১৮’ আবিষ্কার করেছেন কৃষি গবেষণা ইনস্টিটিউট

বিএআরআই’র তৈলবীজ গবেষণা কেন্দ্রর পরিচালক ড. মো. নজরুল ইসলাম বলেছেন, ‘বারি সরিষা-১৮’ নামে নতুন একটি সরিষার জাত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কতৃক উদ্ভাবন হয়েছে। এই সরিষার জাতটি দক্ষিণাঞ্চলে বিশেষ করে উপকূলীয় এলাকায় চাষাবাদের জন্য উপযুক্ত। 

অন্য জাতগুলোর চেয়ে এই জাতের ফলন বেশি পাওয়া যায় দেড়গুন। বিনা চাষেও এর আবাদ করা যায়। জাতটি বাংলাদেশে উদ্ভাবিত প্রথম ‘ক্যানোলা’ বৈশিষ্ট্যের। এই জাতে ‘ইরুসিক এসিডের’ পরিমান কম থাকায় এটি অন্য জাতের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর। 

নতুন এই জাত কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়া গেলে ভোজ্য তেলের উৎপাদন বাড়বে বলে জানিয়েছেন তিনি। এতে আমদানি ব্যয় কমবে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার। তাই বিজ্ঞানীরা বারি সরিষা ১৮ নামে নতুন একটি সরিষার জাত আবিষ্কার করেছেন। বারি সরিষা-১৮ জাতের উৎপাদনশীলতা ও উৎপাদন প্রযুক্তি শীর্ষক বিষয় নিয়ে বরিশালে মাঠ দিবস পালিত হয়েছে। 

শনিবার (৯ মার্চ) বরিশাল রহমাতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই এর আয়োজনে দপদপিয়ার পূর্ব চর এলাকায় এ মাঠ দিবস পালিত হয়েছে। সেখানে প্রধান অতিথি ছিলেন বিএআরআই’র তৈলবীজ গবেষণা কেন্দ্রর পরিচালক ড. মো. নজরুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও পিডির ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। সভাপতিত্ব করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু। উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রর বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহমুদুল হাসান খান।

টিএইচ