বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

বারিতে গবেষণা-সম্প্রসারণ কমসূচি প্রণয়ন কর্মশালা

গাজীপুর প্রতিনিধি

বারিতে গবেষণা-সম্প্রসারণ কমসূচি প্রণয়ন কর্মশালা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের আয়োজনে বারির সেমিনার কক্ষে রোববার (২১ মে) ‘ঢাকা অঞ্চলের আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কমসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী কর্মশালায় বারির ঢাকা অঞ্চলের সরেজমিন গবেষণা বিভাগের বিভিন্ন কেন্দ্রের বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন। 

এ ছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বীজ কোম্পানিসহ ওই অঞ্চলের কৃষকরা কর্মশালায় অংশগ্রহণ করেন। 

সকালে বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি এ কর্মশালার উদ্বোধন করেন। সরেজমিন গবেষণা বিভাগ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. মাজহারুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ড. মো. তারিকুল ইসলাম, ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক  মো. এস এম সোহরাব উদ্দিন বক্তব্য রাখেন। 

টিএইচ