শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বারিতে বিটি এগপ্ল্যান্ট স্টেকহোল্ডার সভা

গাজীপুর প্রতিনিধি

বারিতে বিটি এগপ্ল্যান্ট স্টেকহোল্ডার সভা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে গত মঙ্গলবার বিটি এগপ্ল্যান্ট স্টেকহোল্ডার সভা বারির মহাপরিচালকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। 

ফিড দ্যা ফিউচার ইনসেক্ট রেজিস্ট্যান্ট এগপ্ল্যান্ট পার্টনারশিপ প্রকল্পের অর্থায়নে সভায় বিএআরসি, ডিএই, বিএডিসি, বিএআরআই এবং ফিড দ্যা ফিউচার ইনসেক্ট রেজিস্ট্যান্ট এগপ্ল্যান্ট পার্টনারশিপ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অধিশাখার যুগ্মসচিব ড. সবিনা ইয়াসমিন বক্তব্য রাখেন।   ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আকন্দের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ড. বিজয় পরাঞ্জাপি, ড. ফেরদৌসী ইসলাম এবং ড. দিলোয়ার আহমদ চৌধুরী।  

সভায় বিএআরআই এবং বিএডিসি কর্তৃক বিটি বেগুন বীজের উৎপাদন, বিতরণ ও প্রযুক্তি সম্প্রসারণ, কৃষক ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে আলোচনা হয়। 

বিটি বেগুন প্রযুক্তি সম্প্রসারণে বিএআরআই, ডিএই এবং বিএডিসি এর সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে কৃষি মন্ত্রণালয় থেকে যুগ্মসচিব (গবেষণা) সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

ভবিষ্যতে কীটনাশক ব্যবহার হ্রাস ও কৃষকের জীবনযাত্রার মান উন্নয়নে বিটি বেগুন প্রযুক্তি সহায়ক হবে বলে সবাই আশা ব্যক্ত করেন। 

টিএইচ