সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বালিয়াকান্দিতে চাঁদাবাজি মামলায় জামিনে এসে সাংবাদিকের ওপর হামলা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

বালিয়াকান্দিতে চাঁদাবাজি মামলায় জামিনে এসে সাংবাদিকের ওপর হামলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঁদাবাজি মামলায় জামিনে এসে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টা চালিয়েছে। আহত দৈনিক কালবেলা পত্রিকার বালিয়াকান্দি প্রতিনিধি রিয়াদ হোসেন রুবেলকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বালিয়াকান্দি সাব রেজিস্ট্রি অফিসে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে। 

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক রিয়াদ হোসেন রুবেল বলেন, বালিয়াকান্দি কুন্ডু পাড়ার বাসিন্দা ও স্বর্ণ ব্যবসায়ী রতন কর্মকার বাদী হয়ে ইকরাম মোল্যাসহ কয়েকজন চিহূিত সন্ত্রাসীর বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা করেন। 

ওই চাঁদাবাজির বিষয়টি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে মামলায় হাইকোর্ট থেকে জামিনে এসে উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের মৃত হবিবর মোল্যার ছেলে স্ট্যাম্পভেন্ডার ইকরাম মোল্যা (৪০) ও তার ভাই আরিফ মোল্যা (২৫) বালিয়াকান্দি সাব রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে দাড়ানো অবস্থায় আতর্কিত হামলা করে।

বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এএসআই মকবুল হোসেন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ওসি স্যার বাইরে আছে, আসার পর যাকে দায়িত্ব দিবেন। তিনি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।  

টিএইচ