সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 

বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকারিয়া শেখ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের শুকুর শেখের ছেলে। শুক্রবার (১০ নভেম্বর) নিজবাড়ীর উঠানে ধান মাড়াইয়ের জন্য রাখা খোলা তার ধরে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।

জাকারিয়ার দাদা জয়নুদ্দিন শেখ বলেন, ঘর থেকে বিদ্যুতের তার নিয়ে উঠানে ধান মাড়াইয়ের জন্য রাখা তারের জয়েন্টের জায়গায় হাত দিলে জাকারিয়া বিদ্যুতস্পৃষ্ট হয়। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বালিয়াকান্দি হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আফরোজা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।  

টিএইচ