বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বাংলা সাহিত্যের অমর দিকপাল কালজয়ী উপন্যাস ‍‍`বিষাদ সিন্ধু‍‍`র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১১২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মীরের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ ও মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মীরের আত্মার মাগফেরত কামনা করে দোয়া ও মোনাজাত  করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি মুন্সী আমীর আলী, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের শিক্ষক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।

টিএইচ