মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশ থেকে অন্যপাশে পারাপার হচ্ছে হাজারো পথচারী। এতে মাঝে মধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
যানবাহন চাপায় প্রাণহানি ঘটছে প্রায়শই। এমনই পরিস্থিতিতে জনগুরুত্বপূর্ণ স্থানটিতে ফুটওভার ব্রিজ অথবা আন্ডারপাস নির্মাণের দাবি জোরালো হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা জানান, বালুয়াকান্দি বাসস্ট্যান্ড মহাসড়ক দিয়ে প্রতিদিন স্থানীয় হাজার হাজার মানুষ ঢাকা, নারায়ণগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন গন্তব্যে আসা যাওয়া করে। বিশেষ করে কুমিল্লা জেলার মেঘনা উপজেলাসহ আশপাশের কয়েক হাজার মানুষের সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে বালুয়াকান্দি এলাকা।
এ স্ট্যান্ডে এসেই মানুষ বিভিন্ন জেলায় বা গন্তব্যে যাওয়ার জন্য গাড়িতে উঠতে হয়। এছাড়াও বালুয়াকান্দি এলাকার দু’পাশে গড়ে ওঠা কল কারখানার শ্রমিক এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে সড়কের একপাশ থেকে অন্যপাশে যেতে হয়।
ফুটওভার ব্রিজ অথবা আন্ডারপাস না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে সড়কটি পারাপার করতে হচ্ছে তাদের। স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির নেতা রিটু জানান, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। গত কয়েক বছরে সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই বাসস্ট্যান্ডে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ সকলের দাবি এখন।
এ বিষয়ে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজ অথবা আন্ডারপাস নির্মাণ অতিব জরুরি হয়ে পড়ছে। এই দাবিটি ইউনিয়নবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে ফুটওভার ব্রিজ অথবা আন্ডারপাস নির্মাণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নিকট জোর দাবি জানান তিনি।
টিএইচ