বরগুনা পাথরঘাটা বলেশ্বর নদী থেকে ৪ মন হরিণের মাংসসহ একটি ট্রলার জব্দ করেছে চরদুয়ানী নৌ-পুলিশ ও বন বিভাগ। গত শনিবার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বলেশ্বর নদী সংলগ্ন চরদুয়ানী খালের মোহনা থেকে রাতে আড়াইটার দিকে যৌথ অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
নৌ-পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা গেছে, ৬৫ দিনের ইলিশ সংরক্ষণ অভিযানের সময় রাত আড়াইটার সময় সুন্দরবন থেকে বলেশ্বর নদী হয়ে একটি মাছধরা ট্রলার উপকূলের দিকে আসছে ট্রলারটিকে সিগন্যাল দিলে অমান্য করে ইঞ্জিন বাড়িয়ে ট্রলারটি চালায় পরে নৌ-পুলিশ এবং বন বিভাগ যৌথভাবে ধাওয়া করলে একপর্যায় ট্রলার থেকে লাফিয়ে হরিণ চোরাকারবারিরা চলে যায় এর পর ট্রলারটি তল্লাশি করে ৪টি বস্তা ভর্তি ৪ মন হরিণের মাংস জব্দ করতে সক্ষম হয়।
পরে জব্দকৃত হরিণের মাংস পাথরঘাটা থানায় হস্তান্তর করা হলে সেখান থেকে স্থানীয় বিভিন্ন এতিমখানায় মাংস গুলি বিলিয়ে দেয়া হয়।
টিএইচ