মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
The Daily Post

বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জের বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে সিলেট ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় অন্তত ৩০টি ঘর ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার (৬ এপ্রিল) ওই উপজেলা স্নানঘাট গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত দুজন হলেন কিসমত আলী ও তার ভাই জবেদ আলী।

স্থানীয়রা জানান, গত শনিবার স্নানঘাট গ্রামের জবেদ আলী নামে এক ব্যক্তিকে মারধোর করে স্থানীয় আ.লীগ নেতা মোশাহিদ ও কৃষকলীগ নেতা ফয়জুর রহমান। স্থানীয় মরুব্বিরা বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেন।

কিন্তু মো. শাহিদ আলীর নেতৃত্বে একদল লোক সালিশের মুরুব্বিদের ওপর অতর্কিত হামলা চালায়। এর জের ধরে রোববার (৬ এপ্রিল) দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে।

বাহুবল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

টিএইচ