সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো

বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীতে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ সংরক্ষণের দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১৮ সেপ্টেম্বর) ষোলশহর ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, ষোলশহর এলাকায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করায় জিহান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, নাহার কিচেন এপ্লাইয়েন্সকে ১০ হাজার টাকা ও সজীব এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চান্দগাঁও এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করায় দোলন স্টোরকে ১ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য আইডিয়াল ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান।

এসএম