সাধারণ শিক্ষার্থীদের ডাকা কোটা আন্দোলনে রাজধানী ঢাকায় গাড়িতে আগুন, ভাংচুরসহ রাষ্ট্রিয় সম্পদের ক্ষতিসাধন করার অভিযোগে ঢাকার দোহার নবাবগঞ্জে গত মঙ্গলবার সকাল থেকে বুধবার (২৪ জুলাই) দুপুর পর্যন্ত পুলিশ বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, হত্যাসহ দেশে নৈরাজ্য সৃষ্টি করে রাষ্ট্র ও সাধারণ মানুষের জানমাল ও সম্পদের ক্ষতিসাধন করার কাজে সহায়তা করার অভিযোগে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরমধ্যে নবাবগঞ্জে জাহাঙ্গীর আলম সেন্টুর শরীরে গুলির চিহ্ন ছিলো। বুধবার (২৪ জুলাই) গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ওসি শাহজালাল বলেন, আটকরা রাজধানী ঢাকা ও সাভারে নাশকতার সঙ্গে জড়িত বলে নিশ্চিত হয়েই আটক করা হয়েছে। পুলিশ গত মঙ্গলবার রাতে নবাবগঞ্জের বিভিন্ন মেস ও আবাসিক হোটেলগুলোতে অভিযান চালিয়েছে বলে জানান ওসি। এছাড়া মাদ্রাসাগুলোতে নজরদারি রেখেছে পুলিশ ও গোয়েন্দারা।
টিএইচ