সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

‘বিএনপিতে সহিংসতাকারীদের কোন স্থান নেই’

কালকিন (মাদারীপুর) প্রতিনিধি

‘বিএনপিতে সহিংসতাকারীদের কোন স্থান নেই’

মাদারীপুরের কালকিনিতে বিএনপি নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, বিএনপির কাছে সহিংসতাকারীদের কোন স্থান নেই। 

আমি বিশ্বাস করি যারা দলকে ভালবাসে তারা কখনও দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সহিংসতা করতে পারে না। আমরা দ্বিতীয় বারের মত যে স্বাধীনতা পেয়েছি আমাদের সেই স্বাধীনতা রক্ষা করতে হবে। 

শনিবার (২৪ আগস্ট) কালকিনি উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক মিজান বেপারীর সভাপতিত্তে  সদস্য  সচিব অ্যাড. মিজানুর রহমানের পরিচালনায় কালকিনি থানার পালপাড়ার মোড়ে এই সংক্ষিপ্ত পথসভা করা হয়। 

এই পথসভায় আরও উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শহিদ খান, কালকিনি পৌর বিএনপি সদস্য সচিব মো. লিটন ফকির, পৌর যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন।

টিএইচ