বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে কোনো ধরনের দূরত্ব নেই, বরং সু-সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
তিনি বলেন, আগামী দিনের রাজনীতি হবে ইতিবাচক এবং সব রাজনৈতিক দলেই ইতিবাচক মনোভাব থাকবে, এটাই আমরা আশা করি। সুতরাং, বিএনপি যে ঐক্যের কথা বলেছেন এবং জামায়াতের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, আমি মনে করি তারা সঠিক কথা বলেছেন।
শনিবার (১১ জানুয়ারি) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে যারা রাজনীতি করছেন, বিশেষত ইসলামীসহ অন্য দলগুলোর সঙ্গে আমরা সু-সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি এবং যোগাযোগ রক্ষা করছি। এই ধারাকে সামনে এগিয়ে নিয়ে যাব।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন, কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী প্রমুখ। সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মোস্তফা কামাল এবং সঞ্চালনায় ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম।
টিএইচ