বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

বিজিবির অভিযানে নৌকাসহ অবৈধ কাঠ জব্দ

রাঙামাটি প্রতিনিধি

বিজিবির অভিযানে নৌকাসহ অবৈধ কাঠ জব্দ

রাঙামাটির লংগদুতে বিশেষ অভিযানে ৩টি দেশীয় ইঞ্জিনচালিত নৌকাসহ ১৩২ ঘনফুট সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে রাজনগর ৩৭ বিজিবি জোন। 

রোববার (১৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এলাকা চরুয়াখালী নামক স্থানে চোরাকারবারীরা কাঠ পাচারের উদ্দেশ্যে সেগুন ও গামারী কাঠ পাচার করছে এমন সংবাদ পেয়ে রাজনগর জোন কমান্ডারের নির্দেশনায় জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, টহল দলের উপস্থিতি বুঝতে পেয়ে চোরাকারবারিরা কাঠ ও নৌকা রেখে পালিয়ে যায়। এসময় ৩টি দেশীয় ইঞ্জিনচালিত নৌকাসহ ৯৯ ঘনফুট সেগুন ও ৩৩ ঘনফুট গামারীসহ মোট ১৩২ ঘনফুট কাঠ আটক করা হয়। যার বাজারমূল্য আনুমানিক সাড়ে পাঁচলাখ টাকা।

এ বিষয়ে জোন কমান্ডার লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম জানান, আটক কাঠ রাঙ্গীপাড়া বনবিভাগে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং অবৈধ কাঠসহ যাবতীয় চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

টিএইচ