বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

বিজিবির অভিযানে লংগদুতে অবৈধ কাঠ জব্দ

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি 

বিজিবির অভিযানে লংগদুতে অবৈধ কাঠ জব্দ

রাঙামাটির লংগদুতে গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ গোল কাঠ জব্দ করেছে ৩৭ বিজিবি রাজনগর জোন।

রোববার (৭ মে) জোন কমান্ডার লে. কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলমের (এসপিপি) দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ৩টি স্থানে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ১৬৯ সিএফটি গামারী গোলকাঠ জব্দ করে, যার আনুমানিক মূল্য দুই লাখ তিপ্পান্ন হাজার পাঁচশ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংকুয়াপাড়া ও জারুলছড়া নাটকটিলা নামক স্থান হতে অবৈধভাবে ৪ ট্রাক কাঠ পাচার করছে চোরাকারবারিরা, তার মধ্যে রাজার ‘স’ মিলের সামনে ২ট্রাক ও ১ট্রাক কাঠ সাবেক চেয়ারম্যান আব্দুর রহিমের ‘স’ মিলের সামনে রাখা এবং কিছু কাঠ জারুলছড়া নাটকটিলায়।

সূত্রমতে অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত গোলকাঠ বন বিভাগের শাখা রাঙ্গীপাড়া অফিসে হস্তান্তর করেন এবং মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

টিএইচ