সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বিজয়নগরে বাবার হাতে মাদকাসক্ত ছেলে খুন

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগরে বাবার হাতে মাদকাসক্ত ছেলে খুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পারিবারিক কলহের জেরে বাবার হাতে ছেলে খুন হয়েছে। নিহতের নাম এনায়েতুল্লাহ (২০)। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে। অভিযুক্ত জয়নাল মিয়া মহেশপুর উচ্চ বিদ্যালয়ের দপ্তরি পদে কর্মরত রয়েছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত এনায়েতুল্লাহ কিছুদিন পূর্বে সৌদিআরব থেকে ফেরত আসায় হতাশা পারিবারিক কলহ বিবাদ বৃদ্ধির অন্যতম কারণ। নিহত এনায়েতুল্লাহ মাদকাসক্ত ছিল।

গত রোববার সন্ধ্যার পরে নিহতের পিতা জয়নাল মিয়া পরিবারের অন্য সদস্যদের সহযোগিতায় এনায়েতুল্লাহ উপর রড ও শক্ত লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। ঢাকা নেয়ার পথে রাস্তায় নরসিংদীতে রাতে তার মৃত্যু হয়।

বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে বাবা ও ভাইয়ের হাতে নিহতের খবর পেয়েছি। নিহতের বাবা জয়নাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ