বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিজয়নগরে ভাইয়ের হাতে ভাই খুন

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগরে ভাইয়ের হাতে ভাই খুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট দুই ভাইয়ের দাঁয়ের কোপে জাকির হোসেন (৪৫) নামের বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে এঘটনা ঘটে। 

এতে নিহতের ছেলে আল আমিন আহত হয়। জাকির হোসেন হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জাকির হোসেনের বাবার সম্পতি নিয়ে কয়েকমাস ধরে ঝামেলা চলছিল। প্রবাসে ছোট ভাই থাকার কারণে ঝামেলা শেষ হচ্ছিলো না। 

প্রবাস থেকে ছোট ভাই আক্তার হোসেন দেশে আসলে আরেক ছোট ভাই মুক্তার হোসেন ও বড় ভাই জাকির হোসেন সম্পতির ব্যাপারে বিকেলে বসেন। ৩ ভাইয়ের মধ্যে সম্পতির সমাধান যখন মিলছে না তখন এক পর্যায়ে ছোট দুই ভাই আক্তার ও মুক্তার হোসেন ঘরে থাকা দাঁ দিয়ে কুপিয়ে বড় ভাই জাকির হোসেনকে আহত করেন। 

এসময় স্থানীয়রা বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে জাকির হোসেনের মৃত্যু হয়। এ ব্যাপারে বিজয়নগর থানার ওসি মো. রাজু আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টিএইচ