শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
The Daily Post

বিনা টিকেটে রেল ভ্রমণ, ২৪০ যাত্রীকে জরিমানা

টাঙ্গাই‌ল প্রতিনিধি

বিনা টিকেটে রেল ভ্রমণ, ২৪০ যাত্রীকে জরিমানা

টাঙ্গাই‌লে বিনা টি‌কিটে ট্রেনে ভ্রম‌ণের দা‌য়ে একদিনে ২৪০জন যাত্রী‌কে জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। এ‌তে জ‌রিমানা ও টি‌কিটমূল্যসহ আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার ৬৯০ টাকা। 
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ট্রেনে বিনা টিকেটে যাত্রী, হকার, ভিক্ষুক ও হিজরা প্রতিরোধ কল্পে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে দিনভর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পাকশির বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন।

এ সময় আরএনবি কমান্ডেন্টসহ বঙ্গবন্ধু সেতু স্টেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনের প্রধান বুকিং সহকারী রেজাউল করিম বলেন, স্টেশনে অভিযানের খবর পেয়ে বিনা টিকেটের যাত্রীদের টিকেট কাটার হিড়িক পরে যায়। এতে ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের টিকেট স্বাভাবিক দিনের চেয়ে কয়েকগুণ বেশি বিক্রি হয়। ৮০-৯০টা টিকেটের চেয়ে অভিযানের ফলে ধলেশ্বরী ট্রেনের টিকেট বিক্রি হয়েছে ৩০০টি।

তিনি আরও বলেন, স্টেশনটির সীমানা প্রাচীর না থাকায় বিনা টিকেটের যাত্রী, হকার, ভিক্ষুক, হিজরারা ট্রেনে উঠে পরিবেশ নোংরা করে। ফলে প্রয়োজনীয় লোকবল না থাকায় প্রতিরোধ করা সম্ভব হয় না।

টিএইচ