বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে জাতীয় ভোটার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে জাতীয় ভোটার দিবস পালিত

‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (২ মার্চ) দেশের বিভিন্ন স্থানে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর

নড়াইল : ডিডিএলজি নড়াইল জুলিয়া সুকাইনার সভাপতিত্বে নড়াইল জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি জেলা নির্বাচন অফিস কার্যালয়ে এসে শেষ করে। পরে জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে দিবসটি উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা নির্বাচন অফিসার মো. জসিম উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন, পৌরমেয়র আঞ্জুমান আরা, এডিসি জেনারেল (সার্বিক) শ্বাশতী শীল, উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধাসহ নতুন ভোটাররা। 

খাগড়াছড়ি : মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের  চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।এ সময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হাসান, মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর, উপজেলা সহকারী নির্বাচন অফিসার, মোহাম্মদ মাহাবুবুল আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

খুলনা ব্যুরো : দিবসটি উপলক্ষ্যে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন, এপিএমবি, শিক্ষা ও আইসিটি) ড. ফারুক আহাম্মদ। খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসাইন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির ও সরদার মাহাবুবার রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন এবং নতুন ভোটারদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন। এর আগে তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে দিবসের উদ্বোধন করেন।

মাদারীপুর : জেলা সরকারি সমন্বিত ভবন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমন্বিত ভবনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা সরকারি সমন্বিত কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আহম্মেদ আলী, এনডিসি রিজভী আহমেদ সবুজ, সহকারী পুলিশ সুপার শেখ মো. মুরসালিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা নান্নী খান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা ও ভোটাররা উপস্থিত ছিলেন।

শেরপুর : জেলা কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ। জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন সুরুজ, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, পুলিশ পরিদর্শক (প্রশাসন ও ক্রাইম) মো. আব্দুল ওয়াহিদ, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সমপাদক আদিল মাহমুদ উজ্জল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সহকারী নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম। পরে ১৮ জন নতুন ভোটারের হাতে স্মার্ট কার্ড তুলে দেয়া হয়। ওইসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার জিএমএ মুনীবসহ অন্য কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসের অন্য কর্মকর্তা, নতুন ভোটার, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবার জেলায় নতুন ভোটার হয়েছেন ২১ হাজার ৬৮৪ জন। তার মধ্যে পুরুষ ১২ হাজার ৯৭৯ জন, নারী ৮ হাজার ৭০৫ জন ও তৃতীয় লিঙ্গের ১৩ জন রয়েছেন।

কুড়িগ্রাম : জেলা নির্বাচনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বরমান হোসেন। এসময় কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. শরীফ খান প্রমুখ। বক্তারা আলোচনা সভায় ২ মার্চ জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

সাদুল্লাপুর (গাইবান্ধা) : উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালিতে অংশগ্রহণ করেন, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ রানা, বীরমুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তর প্রধানসহ সুশীল সমাজের নেতারা।

নিয়ামতপুর (নওগাঁ) :  র্যালিটি উপজেলা পরিষদের গেট থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মো. পারভেজ মোশারফ । বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, ওসি মাইদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোশাদ্দেকুর রহমান, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, ডিস্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমুল ইসলাম প্রমুখ। জাতীয় ভোটার দিবসে যারা নতুন ভোটার হয়েছেন তাদেরকে উপজেলা নির্বাচন অফিসারের পক্ষ হতে একটি করে বনজ ও ফলজ গাছ উপহার দেয়া হয়।

মিরপুর (কুষ্টিয়া) : উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র্যালিতে অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মো. কবির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ, মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের অধ্যাপক আজমত আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নজরুল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। র্যালি শেষে উপজেলা হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে নতুন ভোটারদের বায়োমেট্রিক গ্রহণ, ভোটার তালিকা সংশোধন ও স্থানান্তর আবেদনসহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে নির্বাচন অফিস।

দীঘিনালা (খাগড়াছড়ি) : উপজেলা পরিষদ অডিটরিয়াম সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও  উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের সমান থেকে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও ভোটারদের অংশগ্রহণে এক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বর এসে শেষ হয়। উপজেলা  নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখের দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, দীঘিনালা থানার ওসি মো. নুরুল হক, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহেনসা লতিফুর খায়ের।

চাটখিল (নোয়াখালী): দিবসটি পালন করেছে চাটখিল উপজেলা নির্বাচন অফিস। এ উপলেক্ষ্য উপজেলার বিভিন্ন চত্বরে র্যালি শেষে নিজ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার মো. কামাল হোসেন সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চাটখিল সরকারি কলেজের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী  মমিনুল ইসলাম, জাকির হোসেন, হেদায়েত উল্যা, শামিম হোসেন, আরিফুর রহমান, আসাদুজ্জামানসহ চাটখিল সরকারি কলেজ শাখার রেডক্রিসেন্ট এর ১০ সদস্য ও স্কাউটের ১০ সদস্যের একটি টিম। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে ২০ থেকে ২৫ জনকে নতুন ভোটার করা হয়েছে।

দাকোপ (খুলনা) : উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভা ও  স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। সভায় স্বাগত বক্তৃতা রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল ইসলাম। অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, থানার ওসি মোহাম্মদ আব্দুল হক, চালনা পৌরমেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ প্রেস ক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, উপজেলা নির্বাচন সহকারী কর্মকর্তা শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীরা। 

মহাদেবপুর (নওগাঁ): উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের উদ্যোগে ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে অডিটরিয়মে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব ভোদন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. খুরশিদুল ইসলাম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মো. আল মামুন, মহাদেবপুর ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি বরুন মজুমদার প্রমুখ।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার মাহবুবা রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক মাধ্যমিক সুপারভাইজার আব্দুস সালাম, ইন্সক্ট্রটর ইউআরসি. আব্দুল আজিজ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবর রহমান উপজেলা প্রেস ক্লাবে সভাপতি মাহাবুব হোসেন সরকার লিটুসহ আরও অনেকে।

কটিয়াদী (কিশোরগঞ্জ): উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালি শুরু হয়ে কটিয়াদী বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে র্যালিটি শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভায় কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সারোয়ার হোসেন শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তুলসী কান্তি রাউত, ডেপুটি কমান্ডার মো. ইসরাইল, কটিয়াদী সরকারি কলেজের প্রভাষক আকরাম হোসেন, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার, পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, সাংবাদিক রফিকুল হায়দার টিটু প্রমুখ।

সালথা (ফরিদপুর): উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল রসিদ মিয়া, উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মো. তুরাজ, জীবন বীমা কর্পোরেশনের সিনিয়র উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাহিদ মোল্যা, উপজেলা জাইকা কর্মকর্তা মো. রিফাত রিয়াজ, সালথা থানার এসআই মো. হারুন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী (দিনাজপুর) : ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালনে উপজেলা চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা চত্তর প্রদক্ষিণ করে নির্বাচন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার মো. কাজল রানা। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল। বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবু, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিধু ভূষন রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, মনিরুজ্জামান, উপসহকারী প্রকৌশলী ইব্রাহীক খলিরসহ উপজেলার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নকলা (শেরপুর): উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি শুরু হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ইউএনও সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং মূখ্য আলোচক হিসেবে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বক্তব্য রাখেন। সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা আ.লীগের সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইনসহ অন্য কর্মচারী, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তি বিভিন্ন ও পেশা শ্রেণির জনগণ উপস্থিত ছিলেন।

রায়পুরা (নরসিংদী) : রায়পুরা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। এসময় উপজেলা নির্বাচন অফিসার আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আজহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল রফিকুল ইসলাম, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ প্রমুখ।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিনি কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, নাচোল সরকারি কলেজের (অবসরপ্রাপ্ত) ওসি হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী শাহীনুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস। অন্যদের মধ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, নাচোল থানার এসআই আলমগীর কবির, এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিএইচ