সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে দুর্নীতিবিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে দুর্নীতিবিরোধী দিবস পালিত

‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার (৯ ডিসেম্বর) দেশের বিভিন্ন স্থানে দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

বরিশাল : বরিশাল জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি কমিটি ও সনাকের আয়োজনে নগরীর সার্কিট হাউজের সামনে মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগীয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের পরিচালক মো. আব্দুল গাফফারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, সনাকের সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

কিশোরগঞ্জ: জেলা প্রশাসন, জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতিবিরোধী এ কর্মসূচি পালন করা হয়। দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন শেষে ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। এ সময় দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আল আমিন হোসাইন, সরকারি বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধান এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বাগেরহাট : জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসটি উদযাপনের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন খুলনা-বাগেরহাট মহাসড়কে এসে মানববন্ধনে মিলিত হয়। 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও দুদকের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, দুদকের উপ-পরিচালক শাহরিয়ার জামিল, জেলা পরিষদের প্রধান নির্বাহী ঝুমুর বালা, বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার প্রমুখ। 

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। এর আগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায় কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নাটোর : জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসনের কনফারেন্স রুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। প্রধান অতিথি ছিলেন দুদকের রাজশাহী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক খাইরুল বাশার। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, স্থানীয় সরকার উপপরিচালক ওলিউল হাসান, সদর উপজেলার নির্বাহী অফিসার শারমিনা সাত্তার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুলসহ অন্যরা।

সিলেট : সিলেটে জেলা প্রশাসক কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ রানা, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের পরিচালক এস এম মফিদুল ইসলাম, জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপপরিচালক মো. জাভেদ হাবীব এবং বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ। এতে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের পরিচালক এস এম মফিদুল ইসলাম।

ভোলা : দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও মানববন্ধন পরবর্তী  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান,  সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব প্রফেসর পারভীন আক্তার। দিবসটি উপলক্ষে ভোলা জেলা প্রশাসকের কার্যালায়ের সামনে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আরিফুজ্জামান জেলা প্রশাসক ভোলা, ও বিশেষ অতিথি মো. মামুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা। রিপন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ভোলা।জনাব মো. রুবেল হাসান সরকারি পরিচালক, দুর্নীতি দমন কমিশন। সমন্বিত জেলা কার্যালয়, বরিশাল।

সিঙ্গাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিঙ্গাইরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, শহরের বিভিন্ন স্থানে দুর্নীতি বিরোধী ব্যানার-ফেস্টুন স্থাপন, মানববন্ধন কর্মসুচি ও আলোচনা সভা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের অনুষ্ঠান শুরু হয়। পরে পৌর শহরের ভাষাশহীদ রফিক সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইউনুসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জল ও মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার।

টিএইচ