রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে বোরো ধান-চাল-গম সংগ্রহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে বোরো ধান-চাল-গম সংগ্রহের উদ্বোধন

সারাদেশে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল এবং গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে সারা দেশের ১৪টি জেলার জেলা প্রশাসক, খাদ্যবিভাগ, কৃষিবিভাগ, মিল মালিক, কৃষক ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। প্রতিনিধিদের পাঠানো খবর—

নেত্রকোণা : নেত্রকোণায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল এবং গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। মঙ্গলবার (৭ মে) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভার্চুয়ালি খাদ্য মন্ত্রণালয় এ উদ্বোধনের আয়োজন করে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন (এনডিসি) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। নেত্রকোণা থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি এ কে এম আব্দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, অটো হাস্কিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাজী এইচ আর খান পাঠান সাখি, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোয়েতাছেমুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুমসহ অন্য কর্মকর্তারা।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে রংপুর বিভাগের ২০২৪ মৌসুমের ধান, চাল, গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক ভার্চুয়াল মিটিংয়ে সিদ্ধান্তের পর কুড়িগ্রাম প্রেস ক্লাব সংলগ্ন সদর খাদ্যগুদামে ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়। ধান, চাল ও গম সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন. জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. দেলওয়ার হোসেন, সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা মিল মালিক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, সাধারণ সম্পাদক আব্দুল হাই রঞ্জু। এ বছর কুড়িগ্রাম জেলায় ২২ হাজার ৭২৯ টন সিদ্ধ চাল, ১১ হাজার ৮৮১ টন ধান এবং ১ হাজার ১৪ টন আতব চাল নির্ধারিত সময়সীমার মধ্যে সংগ্রহ করা হবে। প্রতিকেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩২ টাকা, প্রতিকেজি সিদ্ধ চাল ৪৫ টাকা ও আতব চাল প্রতিকেজি ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

হবিগঞ্জ : খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে হবিগঞ্জ সদর এলএসডি অফিসে মঙ্গলবার (৭ মে) অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন করেন, সাধন চন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী। সভাপতিত্ব করেন, মো. ইসমাইল হোসেন এনডিসি সচিব খাদ্য মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোচ্ছা. জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান প্রমুখ।

মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কৃষকের উৎপাদিত বোরোধান সংগ্রহ শুরু হয়েছে। তবে উৎপাদিত বোরোধানের নামমাত্র ধান সংগ্রহ করবে কতৃপক্ষ। মঙ্গলবার (৭ মে) খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনের সঙ্গে তালমিলিয়ে একযোগে মধ্যনগর খাদ্য গোদামে ৩২ টাকা কেজিতে প্রতিমন ১ হাজার ২৮০ টাকা দরে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা। খাদ্যগোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) রবীন কূর্মী, মধ্যনগর প্রেস ক্লাবের সভাপতি এম এ মান্নান, চেয়ারম্যান আলমগীর খসরু, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কবির হোসেন, বণিক সমিতির সভাপতি গোপেশ সরকার প্রমুখ। চলতি বোরো মৌসুমে মধ্যনগর উপজেলায় ধান উৎপাদিত হয়েছে প্রায় ৮১হাজার টন। ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে লক্ষমাত্রা কম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিগত বছরে ধান সংগ্রহ করেছি ১হাজার ৩৮৭ টন। এবছর লক্ষমাত্রা অনেকটা বাড়িয়ে প্রায় দুই হাজার টনের বেশী সংগ্রহের নির্দেশনা দিয়েছেন ঊর্ধ্বতন কতৃপক্ষ। 

ধর্মপাশা (সুনামগঞ্জ) : মঙ্গলবার (৭ মে) ধর্মপাশা খাদ্যগুদামের প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন ধান ক্রয় কমিটির সভাপতি ও ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীন, এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা  কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু,  ধর্মপাশা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান, সহকারী খাদ্য উপ-পরির্শক মো. কামরুল ইসলাম, ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল প্রমুখ। উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ এর আয়োজন করে। সরকার চলতি বছরে  ২০২৪ এ  বোরো মৌসুমে ধর্মপাশা খাদ্য গুদামে মোট ১ হাজার ৫০০ টন ও মধ্যনগরে ২ হাজার ৩৯৫ টন ধান সংগ্রহ করবে। দুই উপজেলায় মোট ৩ হাজার ৮৯৫ টন ধান ক্রয় করবে ধর্মপাশা  খাদ্যগুদাম ও মধ্যনগর খাদ্যগুদাম। সরকারি নির্ধারিত মূল্যে প্রতিকেজি ধান ৩২ টাকা হিসেবে প্রতি মণ ধান ১২৮০ টাকায়  কৃষকদের কাছ থেকে  সংগ্রহ করা হবে বলে খাদ্যগুদাম কর্তৃপক্ষ জানিয়েছেন। 

টিএইচ