শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ চারজনের মৃত্যু

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মানিকগঞ্জে এক চিকিৎসক, বান্দরবানের রুমায় এক নারী, মাদারীপুরের শিবচরে এক মোটরসাইকেল আরোহী ও গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ী নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

মানিকগঞ্জ : মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সার্জারি বিভাগের প্রধান ডা. এ. জেড এম সাখাওয়াত (৬৭) নিহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাস তার প্রাইভেটকারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান। নিহত এ. জেড এম সাখাওয়াতের গ্রামের বাড়ি মাদারীপুরে। তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করতেন। এ বিষয়ে ডা. এস এম মনিরুজ্জামান জানান, সাখাওয়াত রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ব্যক্তিগত প্রাইভেটকারে কর্মস্থল মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আসছিলেন। পথিমধ্যে সদর উপজেলার ভাটবাউর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস রং সাইড দিয়ে এসে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। আহতবস্থায় তাকে প্রথমে কর্মস্থলে আনা হয়। এসময় তিনি সংজ্ঞাহীন ছিলেন। মাথা, কান ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর এভারকেয়ার হসপিটালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রুমা (বান্দরবান) : বান্দরবানের রুমা উপজেলায় চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লিংএ খুমি (১৮) নামে এক নারী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত আরো তিনজন। সোমবার (৪ মার্চ) রুমা সদর ইউনিয়নের সামাখাল পাড়া থেকে আসা চান্দের গাড়ি নাজেরাট এলাকায় এই দুর্ঘনাটি ঘটে। নিহত ব্যক্তি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ক্যতাই পাড়ার গ্রামে কুহই খুমি এর মেয়ে। আহতরা হলেন, প্রুসাঅং মারমা, থোয়াই সা মং মারমা ও মংসিংওয়ং মারমা তারা একই ইউনিয়নের সামাখাল পাড়া বাসিন্দা।
রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা শৈবং জানান, রুমা বাজারে আসার সময় চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। রুমা থানার ওসি শাহজাহান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে এনেছে। ভুক্তভোগীরা যদি মামলা করলে সেটি পরে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

মাদারীপুর: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে অজ্ঞাতনামা বাস চাপায় শহিদ সরদার নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। নিহত শহিদ সরদার ফরিদপুর জেলার সালথা উপজেলার জুগিরকান্দা এলাকার মান্নান সরদারের ছেলে।
শিবচর হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার (৪ মার্চ) শহিদ সরদার মোটরসাইকেলযোগে ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছিল। তার মোটরসাইকেলটি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার ৫নং ব্রিজ এলাকায় আসলে পিছন থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতননামা যাত্রীবাহি বাস ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি ছিটকে সড়কের ডিভাইডারে সজোরে আছড়ে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই শহিদ সরদারের মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। শিবচর হাইওয়ে থানার ওসি মো.শাকিল আহমেদ বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রীয়াধীন।

শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরে শ্রীপুরে ড্রাম ট্রাক চাপায় কাঁচামাল ব্যবসায়ী মুঞ্জুর হোসেন মীর নিহত হয়েছে। সে শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকার শাহাব উদ্দিন মীরের ছেলে। সে শ্রীপুরে বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। সোমবার (৪ মার্চ) শ্রীপুর-মাওনা সড়কের বকুলতলা (মাওনা হাইওয়ে থানার) সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ভগ্নিপতি রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো সকালে মাওনা চৌরাস্তা কাঁচামালের আড়ত থেকে মালামাল কিনে পিক আপে তুলে দেন। পরে নিজ মোটরসাইকেলযোগে মাওনা থেকে শ্রীপুর আসছিলেন। পথে শ্রীপুর-মাওনা সড়কের বকুলতলা (মাওনা হাইওয়ে থানার) সামনে আসলে বেপরোয়া গতির ড্রাম ট্রাকপেছন থেকে তাকে চাপা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এসময় ওই ড্রাম ট্রাকের চাকার নিচে পড়ে পেটে ও মাথায় আঘাত পেয়ে আহত হন। স্থানীয়দের সহযোগীতায় স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শ্রীপুর থানার ওসি শাহ জামান জানান, এ দুর্ঘটনার বিষয় অমরা কিছুই জানিনা। এটা মাওনা হাইওয়ে পুলিশ দেখবে।

টিএইচ