দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নাটোরের গুরুদাসপুর দুজন, রাজশাহীতে কলেজ শিক্ষার্থী, নাইক্ষ্যংছড়িতে এক পিকআপচালক, ঝালকাঠির নলছিটিতে একজন, রাজবাড়ীর পাংশায় এক কিশোরসহ ছয়জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
গুরুদাসপুর (নাটোর) : নাটোরের গুরুদাসপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় নিহতের নাম শাহীন আলম। অন্যদিকে, একই মহাসড়কের কাছিকাটা দশ নম্বর ব্রিজ এলাকায় ভোরে অজ্ঞাতনামা এক ব্যক্তি যানবাহনের চাকায় পিষ্ট হয়ে মারা যান। বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, আইনি কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহী কলেজের শিক্ষার্থী শিমুল শিহাব (২২) মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিমুল রাজশাহী নগরীর মেহেরচন্ডী বুধপাড়া এলাকার বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, রাতে তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে শিমুল একটি মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। নিয়মিত টহলের সময় প্রক্টরের গাড়ি দেখে তারা মোটরসাইকেলে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন। নির্মাণাধীন রাস্তায় গিয়ে শিমুল মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়া হয় এবং সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, ঘটনাটি আমরা তদন্ত করছি। এখনো কোনো মামলা হয়নি, তবে পরিস্থিতি অনুযায়ী মামলা হতে পারে।
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : নাইক্ষ্যংছড়ির দৌছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্ত সড়কে গত বৃহস্পতিবার পিকআপ গাড়ি ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এসময় আহত হন পিকাআপচালক। আশঙ্কা অবস্থায় চিকিৎসার উদ্দেশ্য কক্সবাজার যাওয়ার পথে মারা যান চালক গুরা মিয়া প্রকাশ সোনাইয়্যা। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে জানান নিহতের বাবা মীর আহমেদ। তিনি জানান, গুরা মিয়া ওরফে সোনাইয়্যা পিক-আপ গাড়ির চালক ছিলেন। সে নিয়মিত কর্মরত দায়িত্ব পালন করতে গিয়ে দৌছড়ি-পাইনছড়ি সীমান্ত সড়কে হাঁটু ভাংগা টিলা নামক স্থানে ব্রেক ফেইল হয়ে গাড়ি নিয়ন্ত্রণ রাখতে না পেরে পাহাড়ের খাদে পড়ে যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে যাওয়ার পথে গুরা মিয়ার মৃত্যু ঘটে। জানাযায়, নিহত চালক নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সালামী পাড়ার মীর আহমেদের ছেলে গুরা মিয়া প্রকাশ সোনাইয়া মিয়া।
নলছিটি (ঝালকাঠি) : কুয়াকাটা পিকনিকে যাওয়ার সময় ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন নলছিটি থানার ওসি আব্দুস সালাম। নিহত আসাদুজ্জামান আসাদ (৬৫) যশোর জেলার বেনাপোল এলাকার মৃত রুহুল আমিন সরদারের ছেলে। আসাদের স্ত্রী রুবিনা বেগম বলেন, আমরা যশোর বেনাপোল থেকে পিকনিকের জন্য কুয়াকাটা যাচ্ছিলাম। পথে যাত্রাবিরতি দিলে ওয়াশরুমে যাওয়ার জন্য সবাই গাড়ি থেকে নামে। পরে সবাই গাড়িতে উঠলেও আমার স্বামী উঠেনি। খোঁজাখুজি করার পর তার লাশ রাস্তার উপর দেখতে পাই। স্থানীয়রা জানান, ওয়াশরুম থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় হয়তোবা যেকোনো যানবাহন তাকে চাপা দিয়া চলে যায়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ লাশ উদ্ধার করে। নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাসেল মণ্ডল (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের বক্কার মণ্ডলের ছেলে। এ সময় একই ইউনিয়নের চর হরিণাডাঙ্গা গ্রামের রবিউল মণ্ডলের ছেলে রনি মণ্ডল ও দড়িপাট্টা গ্রামের সোবাহান মণ্ডলের ছেলে ইমরান মণ্ডল আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার যশাই ইউনিয়নের উদয়পুর এলাকায় এ দুঘর্টনা ঘটে। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে বন্ধুরা মিলে ২টি মোটরসাইকেলে হাবাসপুরের দিকে যাচ্ছিল। উদয়পুর বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উদয়পুর পুরাতন মসজিদের সামনে শফিকের পরিত্যক্ত দোকানের খুঁটির সঙ্গে ও পরে পাশে থাকা একটি বেলগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এসময় চালক রাসেল মণ্ডল ও মোটরসাইকেলে থাকা অপর ২ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে রনির অবস্থার অবনতি হলে তাকেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ফরিদপুর নেয়ার সময় পথেই রাসেলের মৃত্যু হয়। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি।
টিএইচ