বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে চাচা-ভাতিজাসহ ছয়জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে চাচা-ভাতিজাসহ ছয়জনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফরিদপুরের বোয়ালমারীতে চাচা-ভাতিজা, ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে একজন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক বৃদ্ধা, পটুয়াখালীর দশমিনায় এক বৃদ্ধ ও গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্র নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

বোয়ালমারী (ফরিদপুর): মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বনমালীপুর এলাকার বিননাহরি বিল্লাল মিয়ার বাড়ির সামনে মোটরসাইকেলে ঢাকায় যাওয়ার পথে চাচা-ভাতিজা নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) এ দুর্ঘটনা ঘটে। নিহতারা হলেন, ময়না ইউনিয়নের হাটখোলা চরের মো. ইমরান ও মো. নাঈম। তারা চাচা ভাতিজা। এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, গতকাল ঢাকার দিকে যাওয়ার পথে বোয়ালমারী উপজেলার বনমালীপুর এলাকার বিননাহরি বিল্লাল মিয়ার বাড়ির সামনে মাছ ভর্তি একটি পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুজন নিহত হয়। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বোয়ালমারী থানায় নিয়ে এসেছে। লাশের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পুত্রকে নিয়ে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় পুত্র নিহত আর পিতা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) নবীনগর পৌর এলাকার নায়ারনপুর সড়কে এ দুর্ঘটনা  ঘটে। এতে উপজেলার বাউচাল গ্রামের মহিন সরকারের ছেলে ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষক সালাউদ্দিন গুরুতর আহত হয়ে কুমিল্লা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এবং তার পুত্র সায়ন নিহত হওয়ায় তার লাশ বর্তমানে নবীনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবার ও তথ্য সূত্রে জানা যায়,  শিক্ষক সালাউদ্দিন ঘটনার দিন সকালে প্রতিদনের ন্যায় তার মোটরসাইকেলে পুত্রকে নিয়ে বিদ্যালয়ে যাওয়া পথে নারায়নপুর সড়কে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়া ট্রাক ও তার চালককে আটক করে নবীনগর থানায় নিয়ে আসার বিষয়টি জানিয়েছেন নবীনগর থানার দায়িত্বরত কর্মকর্তা।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় রেজিয়া বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত রেজিয়া বেগম রশিকনগর গোটিপাড়া গ্রামের মৃত আব্দুল হকের স্ত্রী। মঙ্গলবার (৫ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর গোটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সড়ক পারাপারের সময় একটি  যাত্রীবাহী বাস রেজিয়া বেগমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ২০৫ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওসি আরও জানান, বাসটি আটক করা গেলেও তার চালক পলাতক রয়েছে। এ ঘটনায়  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দশমিনা (পটু্য়াখালী):  পটুয়াখালীর দশমিনায় সড়ক দুর্ঘটনায় মো. আমির হোসেন খাঁন (৭০) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুরের চৌমুহনীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আমির হোসেন খাঁন স্থানীয় মৃত আবদুর গফুর খানের ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুরের চৌমুহনীতে ঢাকাগামী অন্তরা বাস ও একটি ট্রাফে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়ক পাড় হতে যাওয়া মো. আমির হোসেন খাঁন ট্রাফে ট্রাক্টরে চাকায় পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দশমিনা থানার ওসি মোহাম্মদ নূরুল ইসলাম মজুমদার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে সিএনজিচালিত অটোরিকশা চাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র রিফাত মণ্ডল (২১) নিহত হয়েছে। সে বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের মৃত বাবুল মণ্ডলের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ও অপর আরোহী আহত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি (আব্দুস সাত্তার মসজিদ সংলগ্ন) স্থানে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন। নিহত রিফাত মণ্ডল শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন মোটরসাইকেল চালক মামুন এবং আরোহী রিফাত।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, রিফাত মন্ডল মোবাইল ফোন কেনার জন্য বন্ধুর মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ মাওনা যাচ্ছিলেন। শ্রীপুর-মাওনা সড়কের ভাংনাহাটি (আব্দুস সাত্তার মসজিদ সংলগ্ন) স্থানে পৌঁছলে এক পথচারী সড়ক পার হচ্ছিলেন। ওই পথচারীকে বাঁচাতে গিয়ে দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায় রিফাত। এসময় পেছন দিকে থেকে আসা দ্রুতগতির সিএনজি অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাত মণ্ডলকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত মামুন এবং রিফাতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টিএইচ