শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল আট প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল আট প্রাণ

দেশের বিভিন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বগুড়ায় দুই মোটরসাইকেল আরোহী, নেত্রকোনার পূর্বধলায় দুজন, বরগুনায় এক মোটরসাইকেল চালক, দিনাজপুরের বীরগঞ্জে একজন, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একজন ও কুড়িগ্রামের নাগেশ্বরীতে একজন নিহত হয়েছে।

বগুড়া : বগুড়ার সাবগ্রামে দ্বিতীয় বাইপাস মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় বাইপাস মহাসড়কের সাবগ্রাম বড়িয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মহানুর রহমান ও সিতাব। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। একইদিক থেকে আসা একটি মোটরসাইকেল ওভারটেক করার সময় ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু ঘটে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাক জব্দ করেছে পুলিশ। মরদেহের ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন নামের এক সিএনজি চালক ও মোহিত মিয়া নামের এক যাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আশ্রব আলী নামের আরও এক যাত্রী। নিহত আনোয়ার হোসেন উপজেলার জালশুকা গ্রামের মজিবুর রহমানের ছেলে ও মোহিত মিয়া উপজেলার জারিয়া-নাটেরকোনা গ্রামের আব্দুর রহমানের ছেলে। আহত আশ্রব আলী ওই নাটেরকোনা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশরি সড়কের আতকাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা অনিক নামের এক ট্রাক হেলপারকে আটক করে পুলিশে সোর্পদ করে। আটক অনিক নেত্রকোনা জেলা শহরের চকপাড়া এলাকার মৃত রব্বানীর ছেলে। পুলিশ জানায়, গত সোমবার রাতে উপজেলার শ্যামগঞ্জ থেকে দুজন যাত্রী নিয়ে একটি সিএনজি উপজেলার জারিয়া এলাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা আশ্রব আলী নামের এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নিহত দুজনের আরটিএ সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। 

বরগুনা : ইসলাম পরিবহন বাসের চাপায় মোটরসাইকেল চালক আলী হাওলাদার নামের এক যুবক নিহত হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আমতলী-কুয়াকাটা সড়কের সৈকত ফিলিং স্টেশনের সামনে। পুলিশ ঘাতক বাস, মোটরসাইকেল ও নিহতের মরদেহ উদ্ধার করেছে। বাসচালক ও হেল্পার পালিয়ে গেছে। অপর দিকে তারিকাটা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে চারজন আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
জানাগেছে, আমতলী পৌরসভার লোচা গ্রামের মোশাররফ হাওলাদারের ছেলে আলী হাওলাদার বাড়ি থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে শহরের একটি পার্সের দোকানে যাচ্ছিল। একই দিক থেকে ঢাকাগামী ইসলাম পরিবহন বাস আসছিল। উক্ত স্থানে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহত আলী হাওলাদারকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। ঘটনার পরপরই বাসটির চালক ও হেল্পার পালিয়ে গেছে। আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।  

বীরগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকচাপায় মো. আলম হোসেন (৪৫)নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। মো. আলম হোসেন উপজেলার ভোগনগর ইউনিয়নের কালাপুকুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের ছোট বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। উপজেলা ফায়ার স্টেশনের ওয়ারহাউজ ইন্সেপেক্টর মো. মেরাজ আলী জানান, কৃষি জমিতে কাজ শেষে বাইসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন মো. আলম হোসেন। পথে ঠাকুরগাঁওগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। সংবাদ পেয়ে ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বীরগঞ্জ থানার এসআই রেজাউল ইসলামের কাছে হস্তান্তর করে। বীরগঞ্জ থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশের দিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় গাছের সঙ্গে ধাক্কা লেগে রিশাদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় সন্দিপ নামে আরো একজন আশংকাজনক অবস্থায় আছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের কুমরগঞ্জ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিশাদ উপজেলার পৌর শহরের ৩নং ওয়ার্ডের দবিরুল ইসলামের ছেলে। আহত সন্দিপ একই এলাকার সুভাষ রায়ের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে, একই মোটরসাইকেল যোগে দুই বন্ধু রাণীশংকৈলের দিক থেকে নেকমরদের দিকে যাওয়ার পথে কুমরগঞ্জ নামক এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজন আশংকাজনক অবস্থায়। পরে রাণীশংকৈল ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাণীশংকৈল থানার ওসি তদন্ত মহসিন আলী জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ছাড়াও লাশের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন।

নাগেশ্বরী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিবেশী মাংস ব্যবসায়ীকে খাবার দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেছে মফিজ উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধের। ঘটনার পর পরেই রাস্তা অবরোধ করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের নাগেশ্বরী পাথারি মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মফিজ উদ্দিন উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধরকার কুটি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সকালে মফিজ উদ্দিন পাথারী মসজিদ যাওয়ার সময় প্রতিবেশী মাংস ব্যবসায়ীর জন্য খাবার নিয়ে পাথারী মসজিদ বাজারে যান। সেখানে গেলে ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী নৈশ কোচ হানিফ পরিবহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

টিএইচ