শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল চার প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল চার প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। ফেনীতে বিএনপি নেতা, সিরাজগঞ্জের তাড়াশে এক পথচারী, নেত্রকোনার মদনে এক শ্রমিক ও নাটোরের গুরুদাসপুরে একজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

ফেনী : ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মার্চ) জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল এলাকার হাজারী সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মোশাররফ হোসেন ফেনী পৌরসভার চাড়িপুর গ্রামের সফিকুর রহমানের ছেলে এবং পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্থানীয়  মহিপাল হাইওয়ে থানার এসআই বেলাল হোসেন বলেন, ঘটনার সময় একটি মোটরসাইকেলে বিএনপি নেতা মোশাররফ হোসেন হাজারী সড়ক থেকে মহাসড়কের দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তিনি মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তাড়াশ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের তাড়াশে ঢাকা-নাটোর মহাসড়কের খালকুলা-বাজার সংলগ্ন  জনতা হোটেলের সামনে দ্রুত গতির ট্রাকের ধাক্কায় পথচারী মো. সায়েম আলী নিহত হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়,  গত মঙ্গলবার ঢাকা-নাটোর মহাসড়কের খালকুলা বাজার সংলগ্ন জনতা হোটেলের সামনে দ্রুত গতির ট্রাকের ধাক্কায় পথচারী মো. সায়েম আলী ঘটনাস্থলেই নিহত হয়। নিহত পথচারী পাবনা জেলার সাথিয়া উপজেলার সাথিয়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুল ওয়াদুদ বলেন, নিহত ব্যক্তির লাশ আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

মদন (নেত্রকোনা): নেত্রকোনার মদনে ইট ভাঙ্গার গাড়ি উল্টে গিয়ে ওয়াসীম নামের এক শ্রমিক নিহত হয়েছে। নিহত ওয়াসীম উপজেলার মদন ইউনিয়নের ফেকনী গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে। বুধবার (২৭ মার্চ) উপজেলার মদন ইউনিয়নের উচিতপুর বালই ব্রিজের সামনে ইট ভাঙ্গার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মদন হতে ইট ভাঙ্গার গাড়িটি খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে মদন ইউনিয়নের উচিতপুর বালই ব্রিজের সামনে ইট ভাঙ্গা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে শ্রমিক ওয়াসীম নিচে পড়ে বুকে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। পরে সাথে থাকা শ্রমিক ও গাড়ির ড্রাইভার সিদ্দিক, হূদয়, মামুন, তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মদন থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, পরিবারের পক্ষে এ বিষয়ে  কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থার জন্য দিয়ে দেয়া হয়েছে।

গুরুদাসপুর (নাটোর): নাটোরের গুরুদাসপুরে পিকাপের ধাক্কায়  ব্যাটারিচালিত অটোভ্যানের এক যাত্রী নিহত এবং চালক ও নারীসহ তিন জন আহত হয়েছে। বুধবার (২৭ মার্চ) উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাযায়, বুধবার (২৭ মার্চ) ব্যাটারীচালিত অটোভ্যান যোগে ৩ যাত্রী নয়াবাজার থেকে গুরুদাসপুরের দিকে যাচ্ছিলো। একই সময়ে সিরাজগঞ্জ থেকে মাছ বিক্রি শেষে একটি পিকআপ  নয়াবাজার রোড হয়ে গুরুদাসপুরে ফেরার পথে ঘোষপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানের পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় ভ্যান চালকসহ ৪ জন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর সবাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামের মৃত্যু পেয়ার মন্ডলের ছেলে আয়চান মণ্ডল মৃত্য হয়। এব্যাপারে গুরুদাসপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

টিএইচ